কিভাবে ইংরেজিতে বলব, "আমি অবশ্যই লিখতে পারব"?

1 Answers   2.2 K

Answered 3 years ago

আপনার প্রশ্নের উত্তর যদি এক কথায় দিতে হয় তবে সেটি হবেঃ-


I can definitely write.


তবে এখানে একটা তবে আছে এবং সেই তবে হচ্ছে ইংরেজি একটা ভাষা । এখানে তাত্তিক ট্রান্সলেশন যাই হোক না কেন তার মানে এই না যে আপনি সেটা সকল সিচুয়েশনে ব্যাবহার করতে পারবেন ।


ধরা যাক আপনাকে কেউ জিজ্ঞাসা করছে যে আপনি লিখতে পারবেন কিনা ? আপনার উত্তর কি হতে পারে ? হয়তো এমন কিছু একটা


হ্যা, অবশ্যই পারবো

হ্যা পারবো

অবশ্যই পারবো

ইংরেজিতেও ব্যাপারটা তেমন ই। যদি আপনাকে কেউ প্রশ্ন করে "Will you be able to write" আপনার উত্তর হওয়া উচিত


I most certainly can

Of course, I can

Yes, of course (I can)

Definitely ( এক শব্দে উত্তর দেয়া অনেক সময় রুড মনে হতে পারে তাই সম্ভব হলে এটি এড়িয়ে চলা ভালো )

এখানে উত্তরের মাঝে "Write" বা "লেখা" না থাকলেও এটি প্রাঞ্জলতা বেশি কেননা আপনি একটি সরাসরি প্রশ্নের উত্তর দিচ্ছেন , এখানে আবার "Write" লেখা ( যেমন "Of course I can write" রিডান্ডেসি মনে হতে পারে ।


Shovo Kumar
shuvokumar
365 Points

Popular Questions