কিভাবে আমি 90 দিনের মধ্যে একজন দক্ষ ডিজিটাল মার্কেটার হতে পারি?

1 Answers   6.2 K

Answered 3 years ago

প্রথমে আপনাকে কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে।

১. বর্তমানে কোন কাজে ভালো চাহিদা এবং টাকা আকর্ষণের সুযোগ আছে।

২. ওসব কাজ গুলোর মধ্যে থেকে কোন কাজটি আপনার করতে ভালো লাগে সেটি খুঁজে বের করা।।

৩. তারপর ওই কাজ থেকে একটি নির্দিষ্ট কাজ নিয়ে ভালোভাবে দক্ষতা অর্জন করা।

৪. এরপর কাজ করে আয় করা।

৫. প্রতিনিয়ত আপডেট থাকা

এসব বিষয় যদি আপনি ঠিকমত করতে পারেন তাহলেই ৯০ দিনের মধ্যে ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ।


Sopnil Sopno
sopnil.sopno
487 Points

Popular Questions