Answered 3 years ago
হটাৎ করে সে যখন ফোনে টেক্সট করতেছে কারো সাথে তখনি ফোন হাত থেকে ছিনিয়ে নিন!
তারপর চেক করুন….
শুধু চ্যাটলিস্ট নয়, বরং Spam লিস্ট/ ব্লক লিস্ট/ম্যাসেজ রিকোয়েস্ট সবগুলোতেই….
ম্যাসেজ আর্কাইভ ও চেক করতে পারেন, আর ইগনোর করে রাখলে স্প্যাম ফোল্ডারে টেক্সট যাবে সেইদিকেও খেয়াল রাখবেন, আর সবচেয়ে ভালো হয় আপনি আপনার বোনের একাউন্টে গিয়ে তার অজান্তে আপনার নাম্বারটা এড করে দিন।
এতে সুবিধা হলো যেকোন সময়ে আপনি আপনার বোনের ফোনে একসেস নিতে পারবেন।
সর্বপরি, এই ফেতনার যুগে নিজের বোনকে হেফাজতে রাখা প্রতিটা ভাইয়ের নৈতিক দায়িত্ব যা আপনার আমার সঠিকভাবে পালন করতেই হবে।
riyazulislam publisher