কিভাবে আমি এমন একজনের সাথে তর্কে জিতব যে কখনই স্বীকার করবে না যে সে ভুল?

1 Answers   9.2 K

Answered 2 years ago

আপনি তার সব কথাই মেনে নিবেন। কারণ এধরণের মানুষের স্বভাবের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো: এরা অকারণে ঝগড়া বা তর্ক করে একধরনের মানসিক তৃপ্তি পায়।আপনি যদি সঠিক টা বলেন,তারা বেঠিকটাকে নিয়েই সবসময় কথা বলবে,যদিও তারা জানে যে এটা ঠিক না।

তাই এরকম কারো সাথে তর্কে যাবেন না।কারণ এরা আহাম্মক।আর একজন মনীষী বলেছিলেন,আহাম্মকের কথার জবাব দিলে তুমি নিজেই আহাম্মক হয়ে যাবে।

আর যদি আপনার একান্তই ইচ্ছা থাকে তাকে ঘোল খাওয়ানোর, তাহলে তর্কে যাবেন। কিছুক্ষণ বাক্যব্যয় করবেন।যখন তর্ক জমে উঠার দ্বারপ্রান্তে,তখনি তার সব কথা মেনে নিবেন।তখন সে তো আপনাকে কিছু বলতে পারবে না, কিন্তু সে একটা আনন্দ থেকে বঞ্চিত হবে,(অযথা তর্ক করে যাবার আনন্দ)।আর এই বঞ্চনাটাই আপনার জিত।ঠিক সোজা জিত না,কিন্তু জিত।

হ্যাপি?

Tripty Khan
triptykhan
581 Points

Popular Questions