কিভাবে আমি আমার প্রতিটা দিনকে সর্বোচ্চ প্রোডাক্টিভ করে তুলতে পারি?

1 Answers   1.5 K

Answered 2 years ago

আমরা চাইলাম আর পাইলাম... বিষয় এরকম না.. প্রতিদিন এরকমই মনে হয়। আমি যা করতে চাই, তার জন্য - সুযোগ, সময়, ইকুয়েপমেন্ট, অর্থ... ইত্যাদি প্রয়োজন। যখন আমি এসব পাই না তখন তো কাজটা শুরু ই করতে পারি না।

প্রোডাক্টিভ বলতে - আপনি প্রতিটা ঘন্টা কাজে লাগবেন, হোক কর্মে বা শিক্ষায় বা আপনার গোউলে। এখন সকাল বেলা ঘুম থেকে উঠে সকালের প্রার্থনা শেষ করে কিছু এক্সারসাইজ নেন, এরপর সকালের নাশতা করার আগে কোনো কাজ বাকি থাকলে গুছান, এছাড়াও সময় থাকলে কিছু জ্ঞান অর্জন করেন,নাশতার পরে কর্মক্ষেত্রে ছুটেন,সময় মতো প্রেয়ার করেন, আর যা করতে চান তার জন্য সময় +শ্রম দিন, আর তাড়াতাড়ি ঘুম এবং জাগ্রত হোন,জীবনের অর্ধেক কাজ এমনেই হয়ে যাবে। সবসময় জীবনীশক্তি ধরে রাখার চেষ্টা করেন,জিদ,আত্মপ্রত্যয় রাখুন, আর স্রষ্টার উপর ভরসা +বিশ্বাস না রাখলে সব মরিচীকাময় মনে হবে।

Kani Khatun
Kani
240 Points

Popular Questions