কিছু জনপ্রিয় আ্যাপ-এর নাম বলতে পারবেন কি, যা শিক্ষার্থীদের অবশ্যই প্রয়োজন?

1 Answers   9.4 K

Answered 3 years ago

শিক্ষার্থীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ আ্যপ রয়েছে যা প্রয়োজন কিন্তু আ্যপ এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো Google search করে মূলত পড়াশোনা করা এবং YouTube videos তো রয়েছেই এর সাহায্য নিয়ে পড়াশোনা করা উচিত । বর্তমানে smartwork করে পড়াশোনা করাটা শিক্ষার্থীদের জন্য জরুরি ।

তো বেশি কথায় না গিয়ে কাজের কথায় আসি ।

10 minute School : অনেক বড় প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের জন্য । Class 1 _ S.S.C , H.S.C এর সকল faculty এর প্রতিটি বিষয়ের জন্য অনেক ভালো ভালো tutorial রয়েছে । এছাড়া অনেক Basic জ্ঞান ও অর্জন করা যায় কারণ Basic অনেক কিছুরই সুস্পষ্ট সমাধান দিয়েছে এই আ্যপ । এছাড়া test ও নেওয়া হয় ।এই আ্যপটার দ্বারা শিক্ষার্থীরা অনেক উপকৃত হবেন । এর তুলনা নেই ।

Unacademy : এইটা Indian আ্যপ তবুও এটাতে live class , mcq test , crack exam , tutorials অনেক কিছুই আছে ।এটাও শিক্ষার্থীদের জন্য কার্যকরী ।

BYJU'S _ The Learning App : এটাও শিক্ষার্থীদের জন্য কার্যকরী । এটাও Indian তবে শিক্ষার্থীরা অনেক উপকৃত হবে ।

Khan Academy : এটারও তুলনা নেই । এটাতে কী নেই ! অনেক কার্যকরী একটা আ্যপ ।

Topper-Learning App : Class 5 - 12 এর অনেক বিষয়ের সমাধান এবং tutorials আছে ।

Udemy : Programming related videos সহ অনেক কিছু সম্বন্ধেই ভালো টিউটোরিয়াল আছে । কতগুলো enroll করা যায় কিন্তু বেশিরভাগই premium pay করে নিতে হয় । তবে torrent এর সাহায্য নিয়ে premium video গুলো download করে দেখা যায় ।

U-dictionary : এটার দ্বারা ইংরেজি translation করতে পারবে এবং অনেক কিছু যেমন grammatical errors গুলাও বুঝতে পারবে ।

এছাড়া Facebook এ 10 minutes school এর অনেক Group আছে শিক্ষার্থীরা join করতে পারো ।

শিক্ষামূলক অনেক YouTube channel আছে যা subscribe করে নিয়ে পড়াশোনা করতে পারলেই অনেক এগিয়ে যাবে ।


Administrator
admin
0 Points

Popular Questions