কিছু কিছু সেতুকে ওজন বলা হয় কেন? ওজন সেতু কী?

1 Answers   9.4 K

Answered 3 years ago

আপনি বাসে বসে আছেন। সেই বাস সেতুতে প্রবেশ করতে যাচ্ছে। এমন অবস্থায় পাশের সাইনবোর্ডে সম্ভবত লেখাটা দেখেছেন "ওজন সেতু এই দিকে"।

এটা লিখার মাধ্যমে গাড়ীর ড্রাইভারদের বোঝানো হয় যে, "ওজন সেতুটা" আসলে কোথায়?

কিন্তু এই সেতুকে ওজন সেতু বলার কারণটা কি?

না, "ওজন স্তর" বলে একটা জিনিস আছে, এটা তার মতো কিছুও নয়। এখানে ওজন কথাটা এই সেতুর বিশেষ কোনো বৈশিষ্ট্যও নয়। তাহলে?

আমরা জানি, সেতুতে গাড়ী পার হবার জন্য টোল আদায় করা হয়। আর কোথাও কোথাও টোল নেয়া হয় গাড়ীর ওজন মেপে। গাড়ির ওজন যত, সেই অনুপাতে তার টোল। তাই সেতুতে গাড়ী উঠার আগেই, টোলঘরের সামনের রাস্তার উপরে ফেলে রাখা হয় একটি ওজন পরিমাপক যন্ত্র (বা স্কেল)। পুরো গাড়িটা এটার উপর উঠে পড়তে পারে, এতটাই লম্বা ও চওড়া। ছোটোখাটো একটা সেতুর মতো। তাই, এটার অপর নাম ওজন সেতু।


Bivor Shaim
bivorshaim
486 Points

Popular Questions