কিছু কিছু দোতলা রথ রাস্তায় বাচ্চারা টানতে গেলেই উল্টে যায়। কেন?

1 Answers   10 K

Answered 3 years ago

ছোটবেলা বন্ধুরা মিলে যখন রথ বের করতাম, তখন আমাদের দোতলা রথ ও উল্টে যেতো।

রথ বানাতে আমরা ব্যবহার করতাম, বাঁশ, কাঠের টুকরো, খালি কার্টুন, লোহা, রঙিন কাগজ, আঠা, আর রথের চাকার জন্য সাইকেলের চাকার বিয়ারিং, সাইকেল রিপেয়ারিং এর দোকান থেকেই পুরনো বিয়ারিং নিয়ে আসতাম, এনে এই বিয়ারিংগুলিতে একটু গ্রিজ, তেল, এসব দিয়ে দিতাম যাতে রথের চাকা ঠিকভাবে ঘুরে।

এই রথ বানানোর আছিলায় কয়দিন, নো পড়াশোনা

স্নান,খাওয়া-দাওয়া, ঘুম এসব ভুলেই এই মহা-ইম্পর্ট্যান্ট প্রজেক্ট নিয়ে কয়দিন কাটতো।

ফাইন্যাল্লি রথের দিন রথ নিয়ে বেরোতাম এবং প্রশ্নে বলা দৃশ্য, রাস্তাতে উল্টে গেছে রথ…,

উল্টে যাওয়ার কারণ,

১। রাস্তায় উঁচু নিচু, গর্ত, ইট, পাথরের টুকরোর উপরে চাকা পড়ে, রথের ব্যালেন্স থাকতো না,

২। চারটে বিয়ারিং, যেগুলো চাকা হিসেবে রথের নীচে লাগানো থাকতো, সেগুলো সমান তালে ঘুরতো না, হয়তো কোনো একটা বেশী ঘুরছে, কোনোটা কম, কোনোটা ঘষটাতে ঘষটাতে চলছে,

৩। সামনের দিক থেকে রথের দড়ি যে টানতো, সে দড়ি টানার ব্যালেন্স ঠিকভাবে রাখতে পারতো না,

যাই হোক উল্টাতে পারে এই সম্ভাবনা থেকে রথের পিছনে কেউ না কেউ থাকতাম, কিন্তু, রথ তো উল্টাতো সামনের দিকেপিছনে নয় !!!

আর, যে কোনো কারণেই রথ উল্টাক না কেন, কালপ্রিট বানানো হতো তাকেই যে রথের সামনে দড়ি টানছে উইথ থ্রেটেনিং যে আবার এমন হলে, গ্রুপ থেকেই বের করে দেয়া হবে

যে থ্রেটেনিং দিতো, সে ই বীরদর্পে রথের সামনে গিয়ে কালপ্রিট কে সরিয়ে দিয়ে, নিজে দড়ি ধরে টানতো এবং কিছুক্ষণ পরে, সে ই আবার সাবজেক্টেড ফর থ্রেট…

কারণ, আবারো উল্টে গেছে রথ…,

প্রশ্নের বিষয় বস্তু নির্বাচনে অভিনবত্ব রয়েছে।

প্রশ্নকর্তা কে প্রশংসা, ধন্যবাদ কোনো কিছুই যথেষ্ঠ নয়,

শুধু বলি, আহা, এসব প্রশ্ন করে কেন ফেরত পাঠান সে স্বপ্নের দেশে, যেখানে চাইলেও আর ফেরার কোনো রাস্তাই যে খোলা নেই…


Khalid Rimon
khalidrimon
385 Points

Popular Questions