কাশি না ফেলে গিলে ফেললে রোজা ভঙ্গ হবে?

1 Answers   3 K

Answered 2 years ago

বিশুদ্ধ মাসআলা অনুযায়ী, রোজাদার যদি থুথু গিলে ফেলে, এতে তার রোজা নষ্ট হবে না। এমনকি সে থুথুর পরিমান অনেক বেশি হলেও রোজা ভাঙবে না। তবে অন্য কারো থুথু গিলে ফেললে কিংবা নিজেরই থুথু মুখ থেকে বের করার পর আবার তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে।

(আমলগীরী, প্রথম খণ্ড, ২০৩ পৃষ্ঠা)

ইচ্ছাকৃতভাবে কফ গিলে ফেলা কি জায়েজ আছে?

এমন প্রশ্নের জবাব হলো- রোজাদার ও বে-রোজাদার উভয়ের জন্যে কফ গিলে ফেলা নাজায়েজ। কেননা কফ ঘৃণিত জিনিস। হতে পারে কফের মধ্যে এমন রোগের জীবাণু রয়েছে, যা শরীর থেকে নিঃসরিত হয়েছিল। কিন্তু কফ গিলে ফেললে রোজা ভাঙবে না। কেননা কফ মুখ থেকে বের হয়নি। কফ গিলে ফেলাটা পানাহার হিসেবে গণ্য হয় না। তাই কফ মুখে চলে আসার পর গিলে ফেললে এতে করে রোজা ভাঙবে না।

(আল-শারহুল মুমতি; শাইখ উছাইমিন: ৬/৪২৮)
এ ছাড়াও কফ গিলে ফেললেও রোজা নষ্ট না হওয়ার কারণ হলো- কফ মুখের সাধারণ থুথুর অন্তর্গত। মুখের মধ্যে সাধারণ পানি যাকে থুথু বলা হয় তা দ্বারা রোজা নষ্ট হয় না। সুতরাং কফ গিলে ফেলার কারণেও রোজা ভাঙবে না।

(ফাতাওয়ায়ে রিয়াজুল উলুম: ৩/৩০৩; আপকে মাসায়েল আওর উনকা হল: ৩/৪০৩)

এমনকি যদি থুথু মুখের মধ্যে একত্রিত করে গিলে ফেলে তাতেও রোজার কোনো ক্ষতি হবে না। তবে অনেকেই বলেছেন যে, বেশি পরিমাণে থুথু বা কফ জমিয়ে গিলে ফেললে— রোজা মাকরুহ হবে।

Liza Khatun
liza
408 Points

Popular Questions