Answered 2 years ago
যেহেতু জরীপ করে দেখিনি তাই সঠিক উত্তর হবে কিনা জানি না,আমার মতে কালো মাস্কের চেয়ে সাদা বা অন্য কালার মাস্ক ভালো, কালো বাদে অন্য কালার মাস্ক ব্যবহারি কিনা বুঝা যায়,আর কোম্পানিতে হাজার হাজার মাস্ক তৈরি করার সময় কিছু মাস্ক ময়লা হয়ে গেলে সে গুলো কালো রং করে বাজারে বিক্রি করার সম্ভাবনা আছে,তাই আমার মতে কালো মাস্কের ব্যবহার না করাই ভালো।
Hurairafaika publisher