কারেন্ট শক খেলে মানুষ মরে কেন?

1 Answers   6.3 K

Answered 3 years ago

কারেন্ট শক খেলে মানুষ মরে কেন? electric shock khele manus more keno?

বিদ্যুতের কাজ করতে গিয়ে অথবা অসাবধানতাবসত বিদ্যুতের সংস্পর্শে আসলে আমাদের অনেকেরই শক লাগে।কিন্তু আমরা জানিনা কারেন্ট শক খেলে কি হয়? শক লাগার পরিণাম জানলে হয়তো আমরা সব সময় সাবধান থেকে বিদ্যুতের কাজ করতে পারব।মৃত্যুর হাত থেকে সহজেই বেঁচে যাব।

1 থেকে 5 মিলি অ্যাম্পিয়ারের শক খেলে তেমন ক্ষতি হয় না। পেশী স্বাভাবিকের তুলনায় বেশি সংকুচিত হওয়ার জন্য একটু ঝাকুনি অনুভূত হয়। 6 থেকে 16 মিলি এম্পিয়ারের শকে আপনি মরবেন না। তবে তীব্র ব্যথা যুক্ত ঝাঁকুনি অনুভব করবেন। শক খাওয়ার পরেও পেশী শিথিল হয়ে থাকবে কোন শক্তি পাবেননা মনে হবে আপনার অঙ্গ অসাড় হয়ে গেছে।

Jahid Arif
jahidarif
448 Points

Popular Questions