Answered 3 years ago
সহজ করে বললে, বিদ্যুৎ তখনি শক দেবে, যখন দুই প্রান্তের মাঝে বিভব পার্থক্য (ভোল্টেজ) থাকবে।
পাখি যখন ট্রান্সমিশন বা ডিস্ট্রিবিউশন তারের উপর বসে, সেটি তখন শুধুমাত্র একটি তারকে স্পর্শ করে, তাই সে কোনরূপ (ফেজ টু ফেজ/লাইন টু লাইন বা ফেজ টু গ্রাউন্ড/লাইন টু গ্রাউন্ড) শর্টসার্কিট সৃষ্টি করে না।
অপর দিকে, মানুষ বা অন্যান্য জীব যখন এই সমস্ত তার বা বিদ্যুতায়িত যে কোন কিছু স্পর্শ করে, স্বাভাবিকভাবেই সে মাটিতে বা অন্য কোথাও দাড়ানো থাকে, যা 'ফেজ টু গ্রাউন্ড/লাইন টু গ্রাউন্ড' শর্ট করে ফেলে (এক্ষেত্রে যেকোন ভাবে একদমই মাটির সাথে সংযোগ না থাকলে শক খাওয়ার সুযোগ নেই)। আর অনেকক্ষেত্রে দেখা যায়, দু'টি তারের সাথে কোন কারনে মানুষ বা অন্য কোন জীবের স্পর্শ হয়েছে, সে ক্ষেত্রে "ফেজ টু ফেজ/লাইন টু লাইন" শর্ট-এর কারনে তড়িতাহত হতে পারে।
>> কোন কারনে পাখি যদি দু'টি তার বা একটি তার এবং বৈদ্যুতিক পোলের সংস্পর্শে আসে, সেক্ষেত্রে পাখিও শর্টসার্কিট তৈরি করে এবং তড়িতাহত হয়।
rahatahmed09 publisher