কারন' না 'কারণ', কোনটি সঠিক?

1 Answers   10.1 K

Answered 2 years ago

বাংলা শব্দের বানানে 'ণ' এর ব্যবহার নেই। তবে যেসব শব্দ সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে, সেগুলোর ক্ষেত্রে 'ণ' ব্যবহৃত হয়। কতগুলো নিয়ম অনুসারে সংস্কৃত থেকে আগত শব্দের বানানে 'ণ' ব্যবহৃত হয়। তার মধ্যে একটি নিয়ম হচ্ছে— সংস্কৃত থেকে আগত শব্দের বানানে 'র'-এর পরের 'ন' 'ণ' হয়। যেমন— ১। কারণ ২। সরণ ৩। ত্বরণ ইত্যাদি।
Roja Roja
rojaroja
143 Points

Popular Questions