Answered 2 years ago
বাহ্ কি চমৎকার প্রশ্ন! আগে এইটা ভাবুন কেউ যদি আপনার আবেগ নিয়ে খেলে তখন আপনার কেমন লাগবে? নিজের বিচার নিজে করুন।
সবশেষে এইটাই বলব যে, কারও আবেগ নিয়ে খেলা উচিত হবে না।
*একটি উক্তি : যেমন কর্ম তেমন ফল।
আজ আপনি কারও আবেগ নিয়ে খেলবেন কাল আপনার আবেগ নিয়ে অন্য কেউ খেলবে।
এইসবে সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ার নিয়ে কাজ করুন। নিজের লক্ষ্যে ফোকাস করুন। এইটাই আপনার জীবন আপনার কাছে কাম্য করে। Life is waiting for you Give your best shot.- by Sandeep Maheshwari
surdhasuraiya publisher