Answered 3 years ago
১)ISRO প্রধান হওয়ার আগে তিনি "বিক্রম সারাভাই স্পেস সেন্টার"-এ কাজ করতেন। তিনি ক্ৰয়োজেনিক-ইঞ্জিন এর যান্ত্রিক-উন্নতি সাধনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
২)বাষট্টি-বৎসর বিশিষ্ট কে. শিবান ভারতের তামিলনাড়ু রাজ্যের কন্যাকুমারী জেলার অন্তর্গত একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি সেখানকার একটি সরকারি বিদ্যালয়ে পড়াশুনা করতেন।
৩)তিনি নাগারকইল (nagarcoil)-এর ST Hindu College থেকে স্নাতক-পাস করেন। তিনিই ছিলেন তাঁর পরিবারের সর্বপ্রথম স্নাতক-পাস করা ব্যাক্তি।
৪)তিনি মাদ্রাস ইনস্টিটিউট অফ টেকনোলজি(IIT-Madras, মাদ্রাস এর বর্তমান নাম চেন্নাই) থেকে বৈমানিক প্রকৌশল(Aeronautical Engineering)-বিভাগে B.Tech ডিগ্রি, IISc(Indian Institutes of Science), Bangalore থেকে ইঞ্জিনিয়ারিং-এ মাস্টার্স ডিগ্রি(M.E) লাভ করেন এবং 2006 সালে IIT-Bombay থেকে( Bombay-র বর্তমান নাম Mumbai) Ph.D করেন।
৫) 1982 সালে ISRO-তে যোগদানের পর থেকে PSLV-রকেট (Polar Satellite Launch Vehicle)-এর উন্নতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
rakibafsar publisher