Answered 3 years ago
অবশ্যই ক্বাবার অবস্থান পৃথিবীর "কেন্দ্র" তে নয়। কিন্তু এটির অবস্থান পৃথিবীর "ভৌগলিক কেন্দ্রে" হবার একটি সম্ভাবনা রয়েছে।
"ভৌগলিক কেন্দ্র" এর ব্যাপার টা একটু পরিষ্কার করে নেই।
পৃথিবীর কেন্দ্র ত্রিমাত্রিক একটি কন্সেপ্ট হলেও "ভৌগলিক কেন্দ্র" একটি দ্বিমাত্রিক কনসেপ্ট। এই "বিন্দু" কে "দ্বিমাত্রিক" পৃথিবীর "ভরকেন্দ্র" হিসেবে কল্পনা করা যায়। আর এই বিন্দুটি কোথায় হবে তা হল পৃথিবীর ভরের ডিস্ট্রিবিউশনের ওপর নির্ভরশীল। এখানে আরও বিস্তারিত জানতে পারবেন: Geographical centre - Wikipedia
এখন, বোঝাই যাচ্ছে, এটি হিসাব করা বেশ কষ্টসাধ্য একটি কাজ। আর এটি নিয়ে অনেকেই অনেক মডেল প্রস্তাব করেছেন। একজন বিজ্ঞানীর হিসাবমতে (আমার তাঁর নাম খেয়ালে নেই) এটি মিশরের কোনো এক স্থানে অবস্থিত। আবার, হাইজেনবার্গ হিসাব করে দেখিয়েছেন যে এটি তুরস্কের একটি স্থানে অবস্থিত। (গুগল ম্যাপ হাইজেনবার্গের হিসাব ব্যবহার করে পৃথিবীর ভৌগোলিক কেন্দ্র দেখাবার জন্য)
তো, এটি দেখা যায় যে এ পর্যন্ত পৃথিবীর ভৌগোলিক কেন্দ্র হিসেবে যত স্থান পাওয়া গিয়েছে তার কোনোটিই মক্কা থেকে বেশি একটা দূরে নয়। আবার, প্রাপ্ত ফলাফলগুলো যে শতভাগ সঠিক তাও বেশ জোর দিয়ে বলা যায় না।
তাই, দিনশেষে ক্বাবা যে একদম পৃথিবীর ভৌগোলিক কেন্দ্রে অবস্থিত, এটি যেমন প্রমান হয়নি, ক্বাবা যে পৃথিবীর ভৌগলিক কেন্দ্রে অবস্থিত নয় এটিও জোর দিয়ে বলা যায় না।
ahmedsopno publisher