Answered 3 years ago
না ,তার কোনোরকম সম্ভবনা নেই বললেই চলে। যেহুতু আমাদের কান একটি শক্ত কাঠামো গঠিত এবং এটি শক্ত হাড় দ্বারা চারপাশে সুরক্ষিত। পোকামাকড় কানের Air ড্রাম পর্যন্ত পৌঁছাতে পারে এবং তারপরে তারা আর যেতে পারে না।
কানে মাছি ঢোকার পড়ে যত দ্রুত সম্ভব সেটি বের করতে হবে। আবার দ্রুত বের করতে গিয়ে কানের পর্দাকে বেশি আঘাত করবেন না এতে হেয়ারিং লস এর সম্ভাবনা থাকে।শুধু মাছি নয়, কানে যেকোনো পোকা বা বস্তু ঢুকলে তা যত তাড়াতাড়ি সম্ভব বের করতে হবে। ঘরে বসে সম্ভব না হলে নাক, কান, গলা বা ইএনটি বিশেষজ্ঞ ডাক্তারের কাছে রোগীকে নিয়ে যেতে হবে।
কানে যদি মাছি বা জীবন্ত কোনো পোকা ঢুকে যায় তবে কানের ভেতর সামান্য অলিভ অয়েল বা সরিষার তেল দিতে হবে। এতে মাছি বা অন্য কোনো পোকা থাকলে সেটি শ্বাসরুদ্ধ হয়ে মারা যাবে। তারপর বের করতে হবে। অযথাই খোঁচাখুঁচি করতে যাবেন না, তাতে বিপদ আরও বাড়তে পারে।
শিশুর কানে কিছু ঢুকলে অনেক সময় সে ভয়ে কান্নাকাটি শুরু করতে পারে। তাই তাকে জোরাজুরি না করে চিকিৎসকের দ্বারস্থ হতে হবে।
Medical present Today,এবং amplifon নামক একটি সংস্থার দাবি এই ধরনের ঘটনা সাধারণত খুবি বিরল, শিশুদের মধ্যে এটা ঘটার প্রবনতা বেশি,তবে বড়দের হবে না এটা বলা যায় না।
মনে রাখবেন একটা মাছি আপানার কানের ভেতরে সর্বোচ্চ 3 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে।
Rafid publisher