কানাডা তে ইনকাম কেমন?

1 Answers   6.3 K

Answered 3 years ago

কানাডায় ভারত বা বাংলাদেশের তুলনায় ইনকাম বেশী।একজন ট্রাক ড্রাইভারের মন্থলি স্যালারি হলো দশ হাজার ডলার। সরকারী কর্মচারীদের বেতন আরো বেশী।কিন্তু বেতন যেমন বেশী তেমনই খরচও খুব বেশী।ঘরভাড়া খুব কমপক্ষে দু থেকে তিন হাজার ডলার।আর জিনিসপত্রের দামও ভারত বাংলাদেশের তুলনায় অত্যধিক বেশী।সস্তার হোটেলে একবেলা আহার করতে মিনিমাম নয় থেকে পঁচিশ ডলার দিতে হয়।তবুও হিসাব করে খরচ করতে পারলে প্রতিমাসে এক থেকে দু হাজার ডলার সঞ্চয় করা যায়।আমার এক চেনা জানা ব্যক্তি কানাডার ব্রিটিশ কলাম্বিয়া স্টেট এ ফিশ প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করেন।তিনি তার দেশের বাড়িতে প্রতিমাসে এক হাজার Canadian dollar পাঠান।কানাডার শ্রম আইন খুব কড়া।কোনো কোম্পানি কোনো ব্যক্তিকে দৈনিক আট ঘণ্টার বেশী কাজ করাতে পারবেন না।প্রতিমাসে মেডিক্যাল টেস্ট করাতে হয়।অসুস্থ হলে তার সুচিকিৎসার ব্যাবস্থা করা হয়।অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট হলে কোনো বেতন কাটা হয় না।ভিসা নবিকরণ করার সুন্দর ব্যাবস্থা আছে।তবে সহজে ভিসা পাওয়া যায় না।

Jamal Ahsan
Jamal Ahsan
530 Points

Popular Questions