কাগজের টাকা বিদ্যুৎ প্রবাহ করে?

1 Answers   13.8 K

Answered 3 years ago

প্রথমে সবাইকে শেখানো হয়, বিদ্যুৎ হল ইলেকট্রনের প্রবাহ। এটি ঠিক নয়। কিছু কিছু ক্ষেত্রে বোঝার সুবিধার্থে এভাবে শেখানো হয়। যেমনঃ ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট যায় বিপরীত দিকে, কেননা ইলেকট্রন নেগেটিভ চার্জের হয়। সেমিকন্ডাক্টর পড়ানোর সময় দেখানো হয় যে, হোলের ফ্লো'র দিক কারেন্টের দিক। এ তত্ত্ব দিয়ে আপনি এসি, ফেইজ, ফেইজ অ্যাঙ্গেল, হারমনিক্স ইত্যাদি এসব ব্যাখ্যা করতে পারবেন না। আপনাকে পারটিকল ও ওয়েভ এর পার্থক্য বুঝতে হবে। প্রকৃতপক্ষে, বিদ্যুৎ প্রবাহ হল, তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে শক্তির প্রবাহ; Flow of energy in the form of electromagnetic wave.


Hafiz Khan
hafizkhan
308 Points

Popular Questions