কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি নিয়ে পড়ার সুবিধা কী?
0
0
1 Answers
7.1 K
0
Answered
2 years ago
আমার মতে নিচের কিছু পয়েন্ট গুরুত্বপূর্ণ -
কম খরচে উচ্চতর জ্ঞান লাভের সুবিধা : কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি (CSE) তে বিদেশের বিশ্ববিদ্যালয় গুলো যে পরিমাণ স্কলারশিপ দেয়, তা আর অন্য কোন ডিপার্টমেন্টে দেয় বলে আমার মনে হয় না। তাই CSE তে উচ্চশিক্ষা গ্রহণ করা অপেক্ষাকৃত সহজ।
বিভিন্ন ক্ষেত্রে কাজ করার সুযোগ : বর্তমান পৃথিবীতে প্রায় সব ক্ষেত্রেই CSE প্রয়োগ করা হচ্ছে। সেটা সিনেমা - কৃষি - গারমেন্ট - চামড়া যে ক্ষেত্রই হোক না কেন। তাই এই CSE পড়ে কাজ পাওয়া অপেক্ষাকৃত সহজ।
বড় কোম্পানিতে চাকরী করার সুযোগ : বিশ্বের বড় কোম্পানি গুলোতে এখন যে ধরনের কাজ হচ্ছে তাতে CSE র প্রয়োগ অনেক। তাই দক্ষতা থাকলে এবং কোন প্রকার সনদ না থাকলেও এখানে চাকরী পাওয়ার সম্ভব।
নিজের মগজকে শানিত করবার সুযোগ : কিছু জটিল - কঠিন চিন্তা করার ক্ষমতাসম্পন্ন লোকেরা CSE ক্ষেত্রে যে ধরনের কাজ করেছেন, এই ধরনের কাজ মূলত পৃথিবীতে নতুন। তাই CSE চর্চা করা মানে মগজকে শান দেওয়ার একটা অবসর দেওয়া।
ঘরে বসে কাজ করার সুযোগ : কেউ আমার মত ঘরকুনো হলে সে চাকরী না করেই ঘরে বসে কাজ করে উপার্জন করে জীবিকা নির্বাহ করতে পারবেন।
chayan524 publisher