Answered 2 years ago
অবশ্যই আছে । কিন্তু উইন্ডোজ , ম্যাক ও লিনাক্সের মার্কেট শেয়ার ও পপুলারিটি অন্য সব অপারেটিং সিস্টেমের সম্মিলিত পরিমানের চেয়ে অনেক বেশী । যাই হোক, উইন্ডোজ , ম্যাক ও লিনাক্সের বন্দনা না করে আসুন আরো কিছু অপারেটিং সিস্টেম সম্পর্কে জানি ।
একটি ইউনিক্স বেজড অপারেটিং সিস্টেম , পুর্বে এর নাম ছিল
এটিও একটি ইউনিক্স ভ্যারিয়্যান্ট ।
গুগলের বানানো একটি লিনাক্স বেজড ডেস্কটপ ও ট্যাব অপারেটিং সিস্টেম ।
খুবই মিনিমাল হার্ডওয়্যার রিকয়ারমেন্ট সম্পন্ন একটি ডেস্কটপ অপারেটিং সিস্টেম ।
এই অপারেটিং সিস্টেমটি তৈরী করা হয়েছিলো উইন্ডোজ ও ম্যাক'কে টেক্কা দেবার জন্য । কিন্তু যথাযথ ফিচার, ইউজেবলিটির অভাবে এটি কাঙ্ক্ষিত মার্কেট শেয়ার দখল করতে ব্যার্থ হয় ।
এই অপারেটিং সিস্টেমটিকে বলা যায় উইন্ডোজ অপারেটিং সিস্টেমের পুর্ব পুরুষ । আজও হয়ত উইন্ডোজের লেটেস্ট ভার্শনের কার্নেলে এই অপারেটিং সিস্টেম এর কিছু লিগ্যাসি কোডবেজের দেখা মিললেও মিলতে পারে ।
ধন্যবাদ !
dr.runarahaman publisher