Answered 3 years ago
ডিসপ্লে এর নীল আলো চোখে চাপ সৃষ্টি করে বলে একটানা অনেকক্ষণ পড়তে কষ্ট লাগে। তবে ইবুক রিডারে তুলনামূলক অনেক আরামদায়ক। এছাড়া ব্যক্তিগত অভিজ্ঞতা বললে বইয়ের পৃষ্ঠা ওলটাতে আলাদা একটা মজা। নতুন বই হলে তো কথাই নেই। কালি আর আঠার ঘ্রাণে একটা ছোটোখাটো নেশা হয়ে যায়! ওই নেশাতেই এক বসায় পড়া হয়ে যায়!
sabbir publisher