Answered 3 years ago
অমি ঠিক আপনার প্রশ্নটি বুঝতে পারলামনা তাও উত্তর দেওয়ার চেষ্টা করছি।
বর্তমান সময়ে আমরা অতি সহজেই একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি আর এই যোগাযোগ স্থাপন এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অনুবাদক সফটওয়ার গুলি।
আপনি কম্পিউটার এ সযজেই যেকোনো ডিকশনারি সফটওয়ার ইউজ করতে পারেন কিন্তু এক ক্লিকে অনুবাদের জন্য আমার ব্যক্তিগত পছন্দ হল গুগল ট্রান্সলেট। আপনি গুগল ট্রান্সলেট এর মাধ্যমে এক ক্লিকে যেকোনো ওয়েবসাইট কে নিজের পছন্দ মত ভাষায় রূপান্তর করতে পারেন। আপনি এই সার্ভিসটি ব্যাবহার করে সহজেই কোনো লম্বা রচনা কে নিজের পছন্দ মত ভাষায় রূপান্তর করতে পারেন। যদিও ডেস্কটপ এ এই কাজ করার জন্য ইন্টারনেট পরিষেবা এর প্রয়োজন কারণ গুগল ট্রান্সলেট এর অ্যান্ড্রয়েড অ্যাপ থাকলেও ডেস্কটপ এর জন্য তেমন কোনো সাপোর্ট নেই।আপনি গুগল ট্রান্সলেট এর সাইট এ গিয়ে এই কাজ করতে পারেন।
rafirayhan publisher