কম্পিউটারের ভাষায় 'BUI' দিয়ে কী বোঝায়?

1 Answers   12.2 K

Answered 3 years ago

BUI - Browser User Interface (ব্রাউজার ইউজার ইন্টারফেস) রিমোট বা হোস্ট ডিভাইসে থাকা একটি ইউজার ইন্টারফেস যা শুধুমাত্র ব্রাউজার দিয়েই এক্সেস করা সম্ভব। যেমন রাউটার, প্রিন্টার এবং বিভিন্ন আইওটি ডিভাইসের ইউজার ইন্টারফেস।

সাধারণত আমরা কোন ইউজার ইন্টারফেসে প্রবেশ করতে হলে ডেডিকেটেড সফটওয়্যার ব্যবহার করতে হয় কিন্তু BUI তে আপনি একটি URL / Link পাবেন যা যেকোনো ব্রাউজারে প্রবেশ করালে ওই ডিভাইসের BUI চলে আসবে।

BUI তে হাল্কা অপারেটিং সিস্টেম থাকে বা কখনও অপারেটিং সিস্টেম থাকেনা তবে সব সময় হোস্ট সার্ভার থাকে যা BUI হোস্ট করে। হার্ডওয়্যার রিসোর্স সীমিত থাকার জন্য খুব সাধারণ ইন্টারফেস দেয়া থাকে BUI বেজড ডিভাইস গুলোতে।

nazninahmed
nazninahmed
301 Points

Popular Questions