কম্পিউটারের ফাইল ডিলিট করলে রিসাইকলবিন-এ যায়। কিন্তু রিসাইকলবিন থেকে ডিলিট করলে, কোথায় যায়?

1 Answers   8.7 K

Answered 3 years ago

কোথাও যায়না। আপনার স্টোরেজেই থাকে। ওএস থেকে আপনাকে দেখানো হয় যে ডেটা ডিলিট করা হয়েছে এবং জায়গা খালি করা হয়েছে।

আসলে কম্পিউটার মেমরিতে ডিলিট বলে কিছু নেই। কোনো ফাইল ডিলিট করলে ওই ফাইলের রেফারেন্স সরিয়ে ফেলা হয় এবং সেখানেই অন্য ফাইল দিয়ে রিপ্লেস করা হয়।


Rocky Khan
Rocky Khan
547 Points

Popular Questions