কম্পিউটার-এর জাঙ্ক ফাইল মুছে ফেলার সবথেকে কার্যকরী সফটওয়্যার কোনটি?

1 Answers   4.8 K

Answered 3 years ago

আপনি সফটওয়ার ছাড়াও কাজটি করতে পারেন। খুবই সোজা।

১. আপনি সব গুলো ড্রাইভ এর ডিস্ক ক্লিনআপ করতে পারেন। ধরুন, সি ড্রাইভ ক্লিনআপ করবেন। সি ড্রাইভ এ রাইট বাটন প্রেস করে প্রপার্টিজ অপশন এ গেলে ডিস্ক ক্লিনআপ অপশনটি পাবেন। সেখান থেকে জাঙ্ক ফাইল ডিলিট করতে পারবেন।

২. রান কমান্ড দিয়ে। আপনি উইন্ডোজ+ আর চেপে রান কমান্ড অন করুন। এর পর একবার লেখবে temp. এর পর এন্টার দিয়ে যেই ফাইল গুলো আসবে সেগুলো জাঙ্ক ফাইল ডিলেট করে দিবেন। এর পরে আবার কমান্ড এ আসবেন। তারপর %temp% কমান্ড দিবেন। সেম ভাবে ডিলিট করবেন। এর পর আবার আর একবার কমান্ড এ গিয়ে prefetch এই লেখা টি লেখবেন। সেম ভাবে আবার ডিলিট করবেন।

৩. আপনি যদি অ্যাপ চান তাও আছে। CC cleaner, disk cleanup, advanced system optimezer. এই নামের অ্যাপ আছে। খারাপ না একে বারে। ব্যবহার করে দেখতে পারেন।


Rasel Ahmed
raselahmed
480 Points

Popular Questions