Answered 3 years ago
জীবন সব সময় একইরকম থাকবে না এটি হওয়া উচিৎ আপনার এই কঠিন সময়ে চলার মূল মন্ত্র। এই ছোট একটি কথা আপনাকে নানাভাবে কঠিন সময়ে টিকিয়ে রাখতে সাহায্য করবে। পরিবর্তনকে ভয় পাবেন না। তাকে আপনার জীবনে আসতে দিন। কারণ এই পরিবর্তনই কেবল আপনাকে এই কঠিন সময় থেকে উদ্ধার করতে পারে। সময়ের পরিবর্তন কেবল বাহ্যিক পরিবর্তন আনে না পাশাপাশি আনে মনে, চিন্তাশক্তিতে আর দৃষ্টি ভঙ্গিতেও। যা আপনাকে জীবনের কঠিন সময়েও ভালো কিছুর জন্য তৈরি করবে।
বৃষ্টি পড়তে হয়তো সবাই দেখেছেন, কিন্তু কখনো কি এমন হয়েছে যে বৃষ্টি আজীবনের জন্য পড়া শুরু হয়েছে? না, তা কখনো হয়না। বৃষ্টি শুরু হয়ে একটা নির্দিষ্ট সময়ের পড়ে থেমে যায়। ঠিক তেমনই জীবনের কঠিন সময়ও দীর্ঘস্থায়ী হয়না। চাকরি হারানো, আর্থিক সমস্যা, শারীরিক অসুস্থতার সময় আপনি বুঝতে পারবেন যে কে আপনার নিজের আর কে আপনার সাথে এতদিন অভিনয় করছিলো। এই শিক্ষা আপনাকে আজীবন সঠিক পথে চলতে সাহায্য করবে। আজ আপনি প্রচুর পরিমান খারাপ ও ভীষণরকম একটা কঠিন সময় পার করলেও ক'দিন পর দেখবেন আপনার জীবনেও একটা ভালোলাগার সময় আসবে স্বাভাবিক ভাবেই। আপনি কখনো অন্য কারো চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনের প্রতিটা বিষয়কে আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। মানুষ শুধু একটা জিনিসকে নিয়ন্ত্রণ করতে পারে। সেটা হলো তার প্রত্যাশা। তাই নিজ প্রত্যাশা পূরণে অটল থাক, জীবনের জয় কে হাতের মুঠোয় তুলে আনতে।
জীবন আপনাকে কষ্ট দিতে চাইলে আপনি জীবনকে দেখিয়ে দিন- আপনি কতটা কষ্ট সহ্য করার ক্ষমতা রাখেন। আপনি হয়তো এখন জীবনের অনেক কঠিন একটা সময় পার করছেন অথবা অনেক আনন্দের একটা সময় পার করছেন। আজ আপনার জীবনের কঠিন অথবা সহজ সময় যাই হোক না কেন এটাই জীবনের শেষ অংশ নয়। এটা শুরুর গল্প ও হতে পারে, এটা থেকে আবার শুরু হতে পারে জীবনের এক দুর্দান্ত সূচনা। এটি আমি এখন খুবই বিশ্বাস করছি, কেননা আমিও বর্তমানে অনেক কঠিন সময় পাড় করছি। আমি জীবনে যতবার মানুষের উপরে প্রত্যাশা করেছি ততবারই কষ্ট পেয়েছি, হতাশ হয়েছি । তাই এখন কারো কাছ থেকে কোন প্রকার প্রত্যাশা করি না । যা আশা ভরসা সব নিজের কাছেই। দুঃখের যেমন শেষ আছে, সুখের শেষ আছে। কোন কিছুই অনন্তকাল চলবে না। টাইম ইজ দা বেস্ট হিলার।
abirahmed publisher