Answered 3 years ago
এটা একদমই আপেক্ষিক বিষয়। সবার শেখার গতি এক নয়, কেউ দ্রুত শিখতে পারেন, কেউ আবার অনেক সময় ব্যয় করে শেখেন।
ওয়েব ডেভেলপমেন্টের অনেকরকম টেকনলোজি আছে, একেকটি আবার একেকরকম সময় নেয় শিখতে। শিক্ষার্থীর ইতোমধ্যে বেসিক প্রোগ্রামিং জানা আছে কি না, তার মেন্টরের অভিজ্ঞতা কেমন, ইত্যাদিও বড় মাপের পার্থক্য তৈরি করতে পারে। ডেভেলপমেন্ট ফান্ডামেন্টাল শেখার পরেই কাজ শেষ হয়ে যায়না, সময়ের সাথে অভিজ্ঞতা এবং ইফিশিয়েন্সিও বাড়িয়ে চলতে হয়।
গড়পড়তায় হিসেব করলে ফান্ডামেন্টাল ওয়েব-ডেভেলপমেন্ট শিখতে ৬ মাসের মতো সময় লাগতে পারে। প্রফেশনাল কোয়ালিটি অর্জন করতে করতে এক বা একাধিক বছর পর্যন্ত লেগে যেতে পারে।
Mohon Ali publisher