Answered 3 years ago
ওয়েব ডিজাইন করার জন্য তেমন রিসোর্স লাগে না। স্পেস ও খুব কম লাগে। ৫০০ জিবি থেকে ১ টিবি হার্ড ড্রাইভ -ই যথেষ্ট। যদি চান তো এসএসডি নিতে পারেন। প্রয়োজন নেই তবে।
রাইজেন -৩ বা আই-৩ নিতে পারেন প্রসেসর হিসেবে। এটাও একটু কম হলেও চলবে।
তবে একটা বড় মনিটর থাকলে আপনার কাজ করার সুবিধা হবে। এজন্য চেষ্টা করবেন নূন্যতম ২০-২২" মনিটর কেনার।
Irin Islam publisher