ওয়েবসাইট বানিয়ে কিভাবে অনলাইনে আয় করা যায়?

1 Answers   6 K

Answered 2 years ago

ওয়েবসাইট বানিয়ে ২ ধরনের ইনকাম করতে পারবেন । ১। ফ্রিলান্সিং করে ২। ব্লগিং করে ফ্রিলান্সিং করে কিভাবে ইনকাম করবেন ? ফ্রিলান্সিং মার্কেট প্লেসে ওয়েবসাইট ডিজাইনের অনেক কাজ রয়েছে । যেমন - ফ্রন্টেন্ড এর ডিজাইন বেকেন্ডের কোডিং প্রব্লেম সলিউশন প্লাগিন তৈরি অ্যাপলিকেশন তৈরি এই ধরনের অনেক কাজ ফ্রিলান্সিং মার্কেটে রয়েছে । তবে কাজে নামার আগে ভালো ভাবে শিখে কাজে নামতে হবে । ব্লগিং করে কিভাবে ইনকাম করবেন ? বর্তমানে অনেকেই ব্লগ করে ইনকাম করছে । নিজের একটি ব্লগ থাকলে সেখানে কিছু বিষয় নিয়ে লেখালেখি করুন । আপ্নার ওয়েবসাইটে ভিজিটর আসার পর গুগলে এডসেন্স এ অ্যাপ্লাই করুন । আবেদন মনজুর হলেই টাকা ইনকাম শুরু হয়ে যাবে । আভাবেই আপনি ওয়েবসাইটের মাধ্যমে ইনকাম করতে পারেন । ধন্যবাদ দাউদুল ইসলাম ডিজিটাল মার্কেটার
Hafiza Khatun
hafizakhatun
501 Points

Popular Questions