ওয়াকিটকির পরিবর্তে মোবাইল ফোন কেন ব্যবহার করেনা, মোবাইল ফোনের প্রযুক্তি উন্নত হওয়া সত্ত্বেও?

1 Answers   12.6 K

Answered 3 years ago

ওয়াকিটকি বা টু ওয়ে রেডিওর ব্যবহার আসলে মোবাইল ফোনের সাথে তুলনা করাই যায়না। মোবাইল ফোনে যোগাযোগ করলে খরচ বেশি হবে ওয়াকিটকি তে খরচ নেই এই ব্যাপারটা মাথায় নিয়ে কিন্তু ওয়াকিটকি ব্যবহার করা হয়না।

মোবাইল ফোনে কল দিলে কল কানেক্টেড হতে কিছুটা সময় নেয়। জরুরী মূহুর্ত গুলোতে এই সময় খুব মূল্যবান জিনিস হয়ে দাঁড়ায়। তাছাড়া কথা বললে এক সাথে সবাই শুনতে পাবে একই সময়ে এই সুবিধা মোবাইল ফোনে পাওয়া যায়না।

ধরেন ১০ জন ওয়াকিটকি ইউজার আছে। কেউ কোন কথা বললে সেটা একই সময়ে সবাই রিসিভ করবে এবং শুনতে পাবে। মোবাইল ফোনে ব্যাপারটিই অনুপস্থিত।

আর মোবাইল ফোনের প্রযুক্তিই যে শুধু উন্নত ওয়াকিটকির নয় এই ধারণাও এই যুগে ভুল। আগের ওয়াকিটকি গুলো ছিল এনালগ। সেখানে রেডিও তরঙ্গ শুধু কথা বলার কাজে ব্যবহার হত। এখনকার DMR বা Digital Mobile Radio দিয়ে ওয়াকিটকি থেকে ওয়াকিটকিতে sms ও পাঠানো যায়। GPS সুবিধাও আছে। আর যেসব মিলিটারি গ্রেড ওয়াকিটকি আছে সেগুলোতে satellite data কানেক্ট করে ভিডিও স্ট্রিমিং পর্যন্ত করা যায়।

সময় নিয়ে পড়ার জন্য ধন্যবাদ।


Tasnim Ahmed
tasnimahmed
549 Points

Popular Questions