ওয়ার্ডপ্রেস দিয়ে যদি একটা ওয়েবসাইটই তৈরি করা যায়, তাহলে কোডিং শেখার কি দরকার?

1 Answers   13.4 K

Answered 3 years ago

কোডিং ছাড়া ওয়েব ডিজাইন করতে গেলে আপনাকে অনেক লিমিটেশন ফেইস করতে হবে , যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে যদি একটা ওয়েবসাইট বানান অনেক সময় ক্লাইন্টের requirements অনুযায়ী প্লাগিন/থিম/উইজেট পাবেন না , বা পেলেও ওই গুলা ব্যাবহার করে ওয়েব সাইটের পারফরম্যান্স মামা বাড়ি চলে যাবে ।

দরুন ওয়েব সাইটে আপনাকে একটা ছোট ফিচার এড করতে , দরে নিলাম পাঁচ লাইন কোড লিখলে হয়ে যায় , এর জন্য আপনি যদি ২০০ লাইনের লেখা প্লাগিন ব্যাবহার করেন , কাজ হয়ে যাবে কিন্তু পরে আবার এক প্লাগিন এর জন্য অনেক সমস্যায় পড়তে পারেন । I'm talking about large scale website


Megla Akash
meglaakash
299 Points

Popular Questions