এসএসসি পাশ করে ডিপ্লোমা করা ভালো হবে নাকি জেনারেল লাইনে পড়া ভালো হবে, বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে কোনটা ভালো হবে?

1 Answers   9.7 K

Answered 2 years ago

একজন ডিপ্লোমা শিক্ষার্থী হিসেবে বলবো ভাই ডিপ্লোমা করার দরকার নাই। ডিপ্লোমা আপনাকে হতাশা ছাড়া আর কিছুই দিবে না। ডিপ্লোমা উপর থেকে দেখতেই সুন্দর (বাংলাদেশে)। ডিপ্লোমার মতো বাজে শিক্ষা ব্যবস্থা আপনাকে ৪ বছর পর আপনার মুখের উপর একটা সার্টিফিকেট ছুড়ে মারবে এর থেকে আর বেশি কিছু না।
Aabonti
aabonti
320 Points

Popular Questions