Answered 2 years ago
বাকিটা আপনি জানেন আশা করি! তবুও যারা জানে না তাদের জন্য বলেই ফেলি 😜😜😜 Entertainment Entertainment and ব্যস অনেক হয়েছে। এবার শুনুন কিছু সত্য বিষয় সিনেমা বানানো নিয়ে।
আমি জানি না কোন ভুল পথে আপনার জীবন চলছে যে পাঁচটি দিনেমা দেখে আপনার জীবনটাকে সঠিক পথে চালানোর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন! কিছু সেবন করলে এই রকমের প্রশ্ন মাথা থেকে বেরিয়ে আসার সম্ভবনা থাকে। যদি তাইই হতো তবে আজ এত এত বেকার পৃথিবীজুড়ে ড্যাশ মারিয়ে বেড়াতো না? সিনেমা বানানো হয় সরি কিছু সিনেমা তাদের জন্য যারা কিছু শিখতে চাই, জানতে চাই; জীবন বদলাতে চাওয়ার জন্য না। নইলে বাকিগুলো সব উরু, বুকের খাঁজ, পাছার দোলানি ইত্যাদি ইত্যাদিতে ভরপুর আর এগুলো দেখে প্রেমে পড়বেন, হস্তমৌথুন করতে বাধ্য হবেন। সিনেমার জীবন শেষের দিকে অর্থাৎ লুপ্তপ্রায়। এত জ্ঞান দিচ্ছি কেন জানেন? আপনার প্রশ্নের জন্য। এত টাকা, এত মেধা, এত সময় ব্যয় করে সিনেমা বানানো নিয়ে পড়াশোনা করে এখন সিনেমা বানাতে পারছি না কারণ প্রোডিউসার টাকা খরচ করতে চাইছে না, ওরা ট্রেন্ডিং বিষয় খুঁজছে। বাদাম কাকু, স্যান্ডি সাহা, হিরো আলম এই রকম আরও কিছু আছে যারা কাদা ছোড়াছুড়ি করে কোনোক্রমে টিকে আছে সেখানে ফিল্ম বানিয়ে মানুষকে বোকাচো* বানানোর আর দরকার নেই। তার মধ্যে এক প্রখ্যাত বং গাই রয়েছেন যিনি সিনেমার এমন কোনো ফুটো নেই যেখানে গিয়ে মারতে বাদ রেখেছে। তাই সিনেমার প্রতি ঘেন্না ধরে গেছে। মানুষ চার ইঞ্চি নিয়ে ছয় ইঞ্চিতে ব্যস্ত। তার চেয়ে ভালো হয় নীল সিনেমা দেখে নিজেকে মোটিভেট করুন।
ধন্যবাদ। সিনেমা দেখে নিজেকে না বদলিয়ে বর্তমান পরিস্থিতি, আগামীর বেকারত্বের হার বাড়া দেখে কোনো কাজ করুন, পয়সা রোজগার করুন নইলে কঠিন সময় আসছে তখন আর কিছুই দেখতে ভালো লাগবে না। সিনেমা যাবে চুলোয় আর পুড়বেন আপনি।।
Quest for Fire
Cannibal Holocaust
Parasites
12 Years A Slave
Cast Away
এই পাঁচটি সিনেমা আপনার সিনেমা দেখার ইচ্ছে পরিচালনার জন্য।
ভালো থাকুন, সুস্থ থাকুন।। জীবনে দাগ রেখে দেয়ার জন্য তৈরি করুন নিজেকে এই প্রার্থনা।
Nayeem Khan publisher