Answered 3 years ago
আমাদের দৈনন্দিন জীবনে এমন অনেক উদাহরণ দেখতে পাই যা কিনা অভূতপূর্ব উদ্ভাবনী মস্তিষ্কের সৃষ্টি, নিচে সেরকম কিছু উন্নত প্রযুক্তির দ্রব্যের নজির রয়েছে।
১. এই পিজ্জা বাক্সটির একটি হ্যান্ডেল আছে যা কিনা পিজ্জাটিকে সমান্তরাল রাখবে।
২. চিনামাটির প্লেটের ওপর খোদাই করা দৃশ্য যেটা সোয়া সস বা ওই জাতীয় তরল কিছু ঢাললে যাবে।
৩. বাড়ি থেকে বেরোনোর পূর্বে এই পাপসটি আপনাকে গুরুত্বপূর্ণ জিনিষগুলি নেওয়ার কথা মনে করিয়ে দেবে।
৪. চাকা গড়ানোর ব্যবস্থা আছে সিঁড়ির সাথে।
৫. "একদিনে-একটি কলা" সাপ্তাহিক প্যাক, কলার পরিপক্কতার দিন অনুসারে ক্রমান্বয়ে সাজানো। অসাধারণ ভাবনা !!!
৬. একই বোতলে একসাথে দুই রকম পানীয় রাখুন এবং পান করুন ।
৭. সাধারণ তাসের পাতাগুলিকে সুন্দর কাহিনীর রূপ দিয়েছে কোন শখের চিত্রশিল্পী।
৮. এন্ড্রোয়েড ও আই ফোন চার্জার একই সাথে।
৯. পথের ধারে বসার বেঞ্চ যেগুলি প্রয়োজন মতো টেবিল করে নেওয়া যায়।
১০. অন্য জায়গা না থাকলে বিছানায় বসে খাওয়ার ব্যবস্থা আছে এই পিজ্জা প্যাকেটে।
১১. নখ পালিশের সাথে পালিশ করা নখ দেওয়া আছে।
১২. দাতের ডাক্তারের কাছে গেলে উনি এমন ঘরে অপেক্ষা করতে বলবেন।
১৩. বাড়িতে জায়গা কম, তাহলে শিখে নিন জায়গা বাচাতে হয় কিভাবে।
১৪. হায়দ্রাবাদ মেট্রো স্টেশনের সিঁড়ি বেয়ে যাওয়ার সময় কত ক্যালোরির কসরত করলেন তা জানতে কোন আপ লাগবেনা। মানুষকে সিঁড়ি পথ ব্যবহার করার আহ্বানের জন্য এই অভিনব পন্থা।
১৫. হয় সোজা ধরে খান নইলে উল্টো যেভাবে পছন্দ।
১৬. অভাবনীয় সুন্দর স্থাপত্য কার্য, শুধু দেখবেন আর দেখতে থাকবেন।
১৭. শুধু চা আর বিস্কুট, প্লেটের আজ থেকে ছুটি। :)
১৮. দেখবেন আপনার জিনিসগুলো ভুল করে কেউ কামড় না দিয়ে বসে।
১৯. কেদারা আবার কাজের টেবিল।
২০. শেষ কখন ওষুধ খাওয়ার জন্য ছিপি খুলেছেন দেখাবে, বয়স কালে ভুলো মনের জন্য এটি নিজেই ওষুধ ।
২১. চামচের সাথে দাঁত খোঁচানি।
২২. আপনার বৈঠক স্থলটি যদি এমন হতো।
২৩. কনফারেন্সের আইডি কার্ডের সাথে USB চার্জার (USB cable and TYPE-C)
২৪. বৃষ্টির পর ভেজা আছে, ওপরের কয়েকটা স্টিক গড়িয়েদিন শুকনো বসার জায়গা পাবেন। দারুন !
২৫. পেপার ঘনক প্রিন্টার (3-D Printer), যেমনটি চাইবেন এঁকে দেবে।
২৬. ওই রমণীর সুন্দর চুলের বেশে খাদ্য দ্রব্য।
২৭. ঘরের অন্যজন কে শান্তিতে ঘুমোতে দিন, বেড ল্যাম্পটির দুদিকে আলোর জন্য আলাদা বাল্ব রয়েছে।
২৮. রাস্তার পাশে পাবলিক ঘুষি মারার থলি, অফিসে বসের ওপর যত রাগ আছে মিটিয়ে নিন, শান্ত মনে বাড়ি ফেরেন।
২৯. কোটের কোণে চশমা পরিষ্কারের কাপড় দেওয়া আছে, দারুন !
৩০. আলাদা স্ট্রও দরকার নেই।
এই পর্যন্ত পৌঁছনোর জন্য ধন্যবাদ, কেমন লাগল কমেন্টে লিখে জানাবেন।
শুভেচ্ছা জানাই, ইতি সুদিন বিশ্বাস।
raselahmed publisher