এমন কোনো পদ্ধতি আছে কি, যার ফলে আমি অন্যের মোবাইল নিজে নিয়ন্ত্রণ করতে পারবো?

1 Answers   6.7 K

Answered 3 years ago

এ কাজটি খুবই উপকারী একটি বিষয়। অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি তার ফোন বা কম্পিউটারে কোনো একটি সমস্যায় পরেছেন কিন্তু তা সমাধান করতে পারছেন না আর কেউ যে তার কাছে এসে বা তিনি কারো কাছে গিয়ে তা ঠিক করে নেবেন তাও সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে খুবই কাজের একটি app হলো "AnyDesk Remote control." এটি android বা PC উভয়ের জন্যই ব্যবহৃত হয়ে থাকে। এটি করার জন্য সর্বপ্রথম উভয় ফোনে app টি install করতে হবে এবং করার পর কিছু permission চাইবে। সকল permission allow করার পর উভয় ফোন এ একটি করে code দিবে যার মাধ্যমে অন্য কোনো ফোন দ্বারা ফোনটি নিয়ন্ত্রন করা হবে। এখন যে ফোনটি আপনি নিয়ন্ত্রন করতে চান সেই ফোন এর ৯ সংখ্যার কোডটি আপনার ফোন এর anydesk app এর remote address অংশে লিখুন এবং পাশের arrow icon টিতে চাপ দিন। এসময় অপর ফোনটিতে অবশ্যই app টি open থাকতে হবে। এ সময় আপনি arrow icon এ চাপ দিলে অপর ফোন এ একটি request যাবে এবং অপর ফোন এর ব্যবহারকারীকে তা accept করতে হবে। এতে করে তার ফোন এর screen টি আপনার ফোন এর screen এ ভেসে উঠবে এবং আপনি তা নিয়ন্ত্রন করতে পারবেন। সম্পূর্ণ একই ভাবে এটি PC বা কম্পিউটারেও ব্যবহার হয়ে থাকে। এভাবে খুব সহজেই অনেক দূর থেকেও অপরের ফোন বা কম্পিউটার আপনি নিয়ন্ত্রন করতে পাড়বেন।

Nahid Hasan
thenh
598 Points

Popular Questions