এমন কী কী স্কিল শিখে রাখা উচিত যা জীবনে অনেক কাজে আসবে? যেমন, অনেকে প্রোগ্রামিং শিখে, এটা কি শুধু শুধু শিখে রাখা কী প্রয়োজন? আপনার মতামত কী।
14
0
1 Answers
6.4 K
0
Answered
3 years ago
কম্পিউটার স্কিল, ইংলিশ স্পিকিং এবং বোঝার দক্ষতা, এছাড়াও বক্তব্য পেশের দক্ষতা, কোনো কিছুর মেনেজমেন্ট করার ক্ষমতা রাখা, ভিন্ন ভাষা শিখা, ইলেকট্রনিকস সাধারণ জ্ঞান রাখা, প্রোগ্রামিং জানা এবং ডেভেলপিং করতে পারা,ফটোশপের কাজ জানা, ফটোগ্রাফি এডিটিং করতে পারা।
khanrabby publisher