Answered 3 years ago
গুডরিডসে আগে থেকে বই থাকে না। লেখক/প্রকাশক যদি সে বই গুডরিডসে যুক্ত করে শুধু তবেই সে বই গুডরিডসে খুঁজে পাওয়া যাবে। কিন্তু যদি লেখক/প্রকাশক গুডরিডসে তাদের বই যুক্ত না করে তবে সে বই গুডরিডসে খুঁজে পাওয়া যাবে না।
একটা নতুন বই লেখার পর সকল লেখকের উচিত গুডরিডসে তার বইটা যুক্ত করা। কিন্তু অনেক লেখক গুডরিডসে তার বই যুক্ত করে না। যার ফলে সে বইটা গুডরিডসে খুঁজে পাওয়া যায় না।
যেমন রুশদিনা খানের ইমোশনাল ইন্টেলিজেন্স বইটা পড়ার পর আমি গুডরিডসে খুঁজে পাই নি। তারপর আমি নিজেই সে বইটা গুডরিডসে যুক্ত করে দিয়েছিলাম লেখকের নাম ব্যবহার করে।
লেখক/প্রকাশক/পাঠক যদি গুডরিডসে নিজ দায়িত্বে বই যুক্ত করে তবেই কেবল গুডরিডসে বই খুঁজে পাওয়া যাবে, নয়তো পাওয়া যাবে না। সেক্ষেত্রে মূল দায়িত্ব হল লেখক কিংবা প্রকাশকের।
লেখক/প্রকাশক যদি বই যুক্ত না করে তবে পাঠক বাধ্য হয়ে বই যুক্ত করার অধিকার রাখে। যেমন আমি অনেক বই গুডরিডসে যুক্ত করেছি যা আগে গুডরিডসে খুঁজে পাওয়া যেত না। কিন্তু আমি যুক্ত করার ফলে এখন পাওয়া যাচ্ছে।
abubakkar publisher