এমন কিছু ইংরেজি শব্দ জানতে চাই যেগুলো অনেক আনকমন, মানে সচরাচর কোথাও শুনতে পাওয়া যায় না?

1 Answers   6.3 K

Answered 2 years ago

এই মুহুর্তে মনে পড়ছে এরকম কিছু ইংরেজি বাক্য বলছি- ১) I am afraid ভয় পেলেই যে কেবল এই বাক্য ব্যবহার করবেন তা নয়। একটি নেতিবাচক বাক্যে একে সুন্দর একটি বাক্যাংশ হিসেবে আপনি যোগ করতে পারেন। উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি, ধরুন আপনাকে একজন আবদার করল দেখা করবার জন্য, আপনি তাকে পছন্দ করেন বলে দেখা করতে আগ্রহী হলেও তিনি যে সময়ে দেখা করার প্রস্তাব করেছেন সেসময় আপনার অন্য ব্যস্ততা আছে। তখন তা্র অনুরোধটি প্রত্যাখান করার সময় আপনি বলতে পারেন, I am afraid I won't be able to make it as (I have another appointment). ২) I am happy to help কেও আপনাকে সাহায্য করার জন্য ধন্যবাদ দিলে শুকনো একটা you are welcome না বলে, বলতে পারেন, Mention not, I am happy to help! ৩) I hope I make myself clear এটা একটু কড়াকড়ি শোনায়। তবে দৃঢ়স্বরে নিজের বক্তব্য পেশ করার পরে আপনি গম্ভীরভাবে বলতেই পারেন, I hope I make myself clear (আশা করি আমি কী বলছি ব্যাটা বুঝতে পারছিস!!) ৪) You can't be serious! বন্ধুবৎসল কথাবার্তায় যোগ করে দিতে পারেন এমন একটা বাক্য। এরজন্য উপযুক্ত দৃশ্যপটটা হবে এরকম- বন্ধু গুলপট্টি দিয়ে তার অবিশ্বাস্য কোন অভিযাত্রার বর্ণনা দিচ্ছে। সেই বর্ণনা শুনে আপনি বাংলাতে মনে মনে ভাবছেন, চাপা মারো? আর ইংরেজিতে সেটাকে মুখে বলবেন, Come on! You can't be serious! কেও কেও কথায় কথায় বলে, seriously? এটাও বলতে পারেন। তবে অনেককে এটা মুদ্রাদোষের পর্যায়ে নিয়ে যেতে দেখেছি তাই খুব বিরক্ত হই। ৫) Just a moment please কাওকে অপেক্ষমান রাখার জন্য খটখটা 'wait' শব্দটি না বলে বলতে পারেন Just a moment please! আসলে, কথা বলবার সময়ে কী ধরণের শব্দচয়ন করবেন এটা নির্ভর করে সামনের জনের সাথে আপনার কেমন সম্পর্ক, আলোচনার কী বিষয়বস্তু ইত্যাদি ব্যাপারের ওপর। তাই ইংরেজিভাষীরা নিজেদের মধ্যে কীভাবে আলাপ করে সেসব পর্যবেক্ষণ করুন, ভুল-শুদ্ধ যেমন হোক, নিজের জড়তা কাটিয়ে উঠতে নির্দ্বিধায় বেশি বেশি কথা বলবার অভ্যাস করুন!
Dilip Kumar
dilipkumar
300 Points

Popular Questions