এমন কিছু আছে কি, যা আপনার মনে হয় সম্পূর্ণ ওভাররেটেড?

1 Answers   5.8 K

Answered 2 years ago

অনেক কিছুই আছে overrated, কিন্তু এই মুহূর্তে যেটা মনে পড়ছে সেটা হল পিৎজা।

হ্যাঁ ঠিকই পড়েছেন। পিৎজার মত Overrated খাবার খুব কম আছে, ভারতীয় উপমহাদেশে।

পিৎজার স্বাদ খুব একটা আহমরি নয়।

দামের দিক থেকে সোনা আর রূপোর পরেই পিৎজার জায়গা।

একটা ময়দার Crust- খরচ কত হবে, খুব জোর ১০ থেকে ২০ টাকা, তার উপর কয়েকরকমের সবজি(বেশিরভাগটা টমেটো), আরও ১০ টাকা ধরে নিলাম, বাটার, ৫ টাকা, আর Toppings এর খরচ একটু বেশি- সবমিলিয়ে বড়জোর ১০০ টাকা খরচ হবে, কিন্তু সেই পিৎজা বিক্রি হয় ৬০০-৭০০ টাকাতে।

কেন বিক্রি হয় এত দামে? কারণ কিছু মানুষের অত্যধিক টাকা আছে, কিছু মানুষের সামাজিক মাধ্যমে ফলোয়ার আছে, যাদেরকে স্ট্যাটাস দিয়ে জানাতে হবে যে, তার স্ট্যাটাস আছে একটা। সে পিৎজা খেতে পারে, সে Starbucks যেতে পারে, তার জন্যে তাকে কিডনী বিক্রি করতে হয়না।

বলাই বাহুল্য, Starbucks আরও একটা overrated জিনিস।

আমি নিশ্চিতিভাবে বলতে পারি, পিৎজার উত্পত্তি যদি ভারতীয় উপমহাদেশে হতো তাহলে সেটা স্ট্রীটফুড হিসেবে ১০০ টাকার মধ্যেই পাওয়া যেত। যেমন ইডলি ধোসা এগরোল চিকেন রোল পাওয়া যায়।

Saifullah
saifullah
264 Points

Popular Questions