এমন কিছু অ্যাপস এর নাম বলুন, যেটা দিয়ে ছাত্র অবস্থায় কোনো ইনভেস্ট ছাড়া এবং কোনো অভিজ্ঞতা ছাড়াই মাসে ১০-১৫ হাজার টাকা আয় করা যায়?

1 Answers   8 K

Answered 3 years ago

আপনি কি আসলে অনলাইনে আয় করতে চান নাকি অ্যাপ তৈরি করে আয় করতে চান। এখানে দুইভাবে আয় করা যায়।

প্রথমত দক্ষতা অর্জন করে অথবা ফ্রিল্যান্সিং করে। এটা মূলত একটা চাকরি। আর চাকরি করতে হলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা ছাড়া কোন কাজ পাবে না।

আরেকটি উপায় হল ব্যবসা আপনি অনলাইন ব্যবসা করতে পারেন। এখানে মাসে কয়েক লক্ষ টাকা আয়ের সুযোগ আছে।

সত্যি কথা বলতে টাকা কামানো এত সহজ না আর আপনি যদি অভিজ্ঞতা ছাড়াই আয় করতে চান তাহলে আপনি জীবনেও কোন আয় করতে পারবেন না। আপনি যেসব অ্যাপস দেখে এই আয় করার কথা ভাবছেন সত্যি কথা বলতে এখান থেকে আপনি আয় করতে পারবেন না। আর যদিও পারেন তা খুবই সামান্য। বাংলাদেশে যদি এত সহজ হতো অ্যাপ থেকে টাকা আয় করা তাহলে আমাদের দেশের মানুষ এত বেকার থাকত না।

তাই আপনাকে অবশ্যই একটি দক্ষতা অর্জন করতে হবে যদি আপনি ফ্রীলন্সিংঅথবা অনলাইনে ব্যবসা করতে চান। যেখানে 10 থেকে 15 হাজার টাকা আয় করা সম্ভব তবে এখানে আপনাকে কিছু অভিজ্ঞতা থাকতে হবে।

আপনি যেহেতু স্টুডেন্ট, আপনার জন্য এ কাজ করা অনেক সহজ হবে। আপনার বয়স কম আপনি কম বয়সে এসব শিখে ঘরে বসে আয় করা করুন।

আমি আপনাকে একটি অনলাইন বিষয়ক ব্যবসা সম্পর্কিত ফ্রী কোর্স দিচ্ছি যেখানে আপনি শেখে কাজ করে আয় করতে পারবেন। আপনি প্রথমে শিখুন এবং পরে আয় করার চেষ্টা করুন।

সহজ কোন কিছুই না আপনি যেখানে দেখবেন সহজ সেখানেই আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে।কাজেই সহজ উপায়ে টাকা কামানোর চিন্তা বাদ দিয়ে কিছু শিখে দীর্ঘস্থায়ী একটি আয়ের ব্যবস্থা করুন যেখানে আপনি একবার শিখে ফেললে ভবিষ্যতেও একটি সম্মানজনক পেশা হবে আপনার জন্য। একবার কাছে শিখে ফেললে এটি আপনার জন্য অনেক সহজ মনে হবে এবং আপনার কাছে টাকা কামানো পানির মতো সহজ হয়ে যাবে।

শুধু প্রথম অবস্থায় একটু ধৈর্য সহকারে কাজটি সে শিখুন।


Runa Laila
runalaila
435 Points

Popular Questions