এমন একটা অ্যাপের নাম বলবেন কি, যার দ্বারা নির্দিষ্ট সময় পর্যন্ত ফোন লক রাখতে পারি, লক করার পর নির্দিষ্ট সময় শেষ না হওয়া পর্যন্ত ফোন যাতে অন না করা যায়?

1 Answers   6.7 K

Answered 3 years ago

প্রচুর অ্যাপ আছে এরকম, কিন্তু আমি একটা ভিন্নধর্মী অ্যাপ এর কথা বলতে চাই। ফোকাস টাইমার অ্যাপগুলো সাধারণত বোরিং হয়ে থাকে, এই অ্যাপটির আইডিয়া একটু অন্যরকম।

আপনি টাইমার সেট করার সাথে সাথে একটা ভার্চুয়াল গাছ লাগাবেন। পুরো সময়টাতে আপনার গাছ টা আস্তে আস্তে বড় হবে, আপনি আপনার কাজ করতে থাকবেন। এখন আপনি যদি কাজ বাদ দিয়ে ফোন ব্যবহার শুরু করেন তাহলে আপনার গাছটা মরে যাবে।

এভাবে করে গাছ লাগাতে লাগাতে একসময় ছোট বাগান তারপর বড় বাগান হয়ে যাবে! সুন্দর না ব্যাপারটা? আসলেও কিন্তু তাই, আপনি যদি আপনার লক্ষ্যে ফোকাসড থাকেন একটু একটু করে ফল পেতে পেতে একদিন দেখবেন আপনি গন্তব্যে পৌঁছে গেছেন!

আসল কথা তো বলাই হয়নি এখনও, এই অ্যাপ ব্যবহার করে আপনি ভার্চুয়াল গাছ লাগাচ্ছেন ঠিকই, ওদিকে অ্যাপ থেকে প্রাপ্ত টাকা দিয়ে ডেভেলপার রা সত্যিকারের গাছ লাগিয়ে দিচ্ছেন!


Rion Ahmed
violet.robel387
237 Points

Popular Questions