এমন অ্যাপস-এর নাম বলুন যার মাধ্যমে ভিডিও দেখে টাকা ইনকাম করা যায়?

1 Answers   8.9 K

Answered 3 years ago

ভাই এত সস্তা কাজ করে জীবনে কখনো উন্নতি করা যায় না।

যে কাজের কথা বলছেন এই কাজ করে বেশি দিন খেতে পারবেন না।

সবচেয়ে বড় কথা হলো এই কাজের কোন মূল্য নেই। এই কাজ একটি বাচ্চা ছেলেও করতে পারে।

এইটা যদি একটি বাচ্চা ছেলে করতে পারে তাহলে আপনি এত কষ্ট করে পড়াশোনা শিখেছেন টাকা খরচ করে সেটা কোন মূল্য আছে?

তাছাড়া আপনি এই কাজ করে আপনার হাত খরচও তুলতে পারবেন না।

সবচেয়ে বড় কথা হলো এই কাজের কোন মূল্য নাই।

মানুষ কেন ব্যবসা করে?

কারণ তারা ওইসব পণ্য বিক্রি করে যেসব পণ্যের নেওয়ার মতো লোক আছে। যেমন চাল ডাল ফল মোবাইল ইত্যাদি।

এগুলো বিক্রি করে ব্যবসায়ীরা টাকা কামায় আর ক্রেতারা তাদের প্রয়োজন মেটাতে পারে।

ভিডিও দেখলে অথবা অ্যাপসের মাধ্যমে ইনকাম করলে আপনার কি প্রয়োজন মিটবে?

আপনি শুধুমাত্র এখানে টাকা পাচ্ছেন বলেই এই অ্যাপের কথা বলছেন।

অন্যদিকে তারা কেন আপনাকে টাকা দিবে তাদের কি লাভ আপনাকে টাকা দিয়ে?

মূলত এগুলো ধান্দাবাজি ছাড়া আর কিছুই না।

আপনি হয়তো কিছু টাকা পেলেও পেতে পারেন কিন্তু সেই টাকা আপনি সারা জীবন পাবেন না।

আপনি দেখবেন শুধু শুধু আপনার সময় অপচয় হইছে।

তাই আপনি যদি সত্যিকার অর্থেই তাকে কামাতে চান তাহলে আমি বলব আপনি ফ্রিল্যান্সিং অথবা অনলাইন ব্যবসা করেন।

এগুলো শিখতে সময় লাগলেও এগুলো আপনাকে অনেক সাহায্য করবে মাসে কয়েক লক্ষ টাকা আয় করতে।

অন্যদিকে অ্যাপস এর মাধ্যমে ইনকাম খুবই সামান্য ইনকাম।

সত্যি বলতে এসব ইনকাম এর কোন ভিত্তি নেই।

এগুলো কখনো আপনাকে টাকা দিবে না আর দিলেও খুবই অল্প।

সবচেয়ে বড় কথা এই টাকা কখনো বাড়বে না।

তাই আপনি যদি সত্যিকার অর্থেই আপনার আয় বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে ফ্রিল্যান্সিং অথবা অনলাইন ব্যবসা করতে হবে।

তাই আমি আশা করব আপনি এসবের পিছনে না ছুটে সময় নিয়ে ভালো করে চিন্তা করে অনলাইনে ভালো ক্যারিয়ার তৈরি করুন।

এখানে আপনি অনেক সম্মান এবং টাকা ও আয় করতে পারবেন।


Rocky Ahmed
Rocky Ahmed
516 Points

Popular Questions