এখন কি ঢাকা বোর্ড থেকে চট্টগ্রাম বোর্ডে ট্রান্সফার করার সুযোগ আছে একাদশ শ্রেণিতে?

1 Answers   5.8 K

Answered 2 years ago

এখন ঢাকা বোর্ড থেকে চট্টগ্রাম বোর্ডে একাদশ শ্রেণিতে ট্রান্সফার করার সুযোগ আছে। এর জন্য আপনার কিছু পরামর্শ:

১. ঢাকা বোর্ড থেকে চট্টগ্রাম বোর্ড কন্ট্রোলার অফ এক্সামিনেশনকে এক চিঠি লিখুন। সেখানে আপনার ইচ্ছার কথা তুলে ধরুন।

২. তাদেরকে আপনার পুরনো রোল নম্বর, পরিচয়পত্র, মার্কশিট এবং সার্টিফিকেট পাঠান।

৩. তারা আপনার আবেদন যাচাই করে আপনাকে অনুমোদন দিতে পারে।

৪. একাদশ শ্রেণিতে যদি কোনও পরীক্ষা থাকে তবে সেখানে পরীক্ষা দিতে হবে।

৫. এরপর চট্টগ্রাম বোর্ড আপনাকে নতুন রোল নম্বর দিবে।

এভাবে আপনি একাদশ শ্রেণিতে নতুন বোর্ডে ট্রান্সফার হতে পারেন। আরও কিছু জানা হলে জানাবেন অবশ্যই।
Deb
deb05485
285 Points

Popular Questions