Answered 3 years ago
মানুষ জন্মগত ভাবে স্বাধীন' এই কথাটা ভন্ডামী ছাড়া আমার কাছে আর কিছুই মনে হয়না ।।
মানুষ জন্মের পর একটা নিদৃষ্ট সময়ে এসে যখন নিজের অধিকারগুলোর কাছে আচড় খেয়ে ,ক্ষতবিক্ষত হয়ে "ব্যাক্তি স্বাধিনতা কি?" এই ব্যাপারটা বুঝতে পারে ততদিনে অনেক দেরি হয়ে যায়।।
অনেক পরে এসে সে উপলব্ধি করতে পারে যে, তার কোমরে অনেক দড়ি বাঁধা ,আর দড়িগুলোকে নিয়ন্ত্রণ করছে প্রিয় অপ্রিয় অনেকেই...তখন সে চাইলেই আর ছুটে পালিয়ে যেতে পারেনা কোথাও......
তারপর শুরু হয়ে যায় নিজেকে স্বাধীন করার এক মহা যুদ্ধ...!!নিজের বিপক্ষে নিজের যুদ্ধ,নিজের জীবনের বিপক্ষে যুদ্ধ,পরিচিত-অপরিচিত নানান প্রিয়-অপ্রিয় মুখের বিপক্ষে যুদ্ধ......!!
তারপর ঐ এক 'স্বাধীনতা' কিনতে গিয়েই একটা মানুষ তার মূলবান সারাটা জীবন ব্যয় করে ফেলে বিভিন্ন চড়াই-উৎরায় পার করতে করতে...
তাহলে মানুষ কিভাবে 'জন্মগত' ভাবে স্বাধীন হলো??ব্যাপারটা ভন্ডামী হয়ে গেলো না...??
বরংচ কথাটা এভাবে বললেই বেশি মানানসই হয় যে, "মানুষ জন্মগত ভাবে বন্টনশীল "
একটা গরু জবাই করার পর যখন কলিজা,ফেফসা,হাড্ডি,গোস্ত,চর্বি আলাদা আলাদা ভাবে ভাগ করা হয়, ঠিক সেভাবেই একটা মানুষও জন্ম নেওয়ার পর সমাজের মানুষও তাকে নানান ভাগে ভাগ করে নেয়......সবচেয়ে নির্মম ব্যাপারটা হলো সে নিজেই তার নিজের ভাগটা পায়না..অথচ বাকি সবাই কাড়াকাড়ি করে নেয়...!!!
আপনাকে বাকি সবাই ভাগ করে নিচ্ছে,আর আপনি চাইতে গেলে নিজের ভাগটাও নিজে পাচ্ছেন না. নিজেই নিজেকে চাইতে গিয়ে আপনি আসামি বনে যাচ্ছেন বারবার ..
ব্যাপারটা কিরকম অদ্ভুত রকমের তিক্ততা মিশ্রিত বিচ্ছিরি রকমের একটা অপ্রিয় সত্য হয়ে গেলোনা...???
hafizkhan publisher