একা থাকা কি ক্ষতিকর?

1 Answers   13.7 K

Answered 2 years ago

খুব সরলভাবে উত্তর দিলে বলতেই হবে, হ্যাঁ ক্ষতিকর তো বটেই। একেবারে একলা, কে থাকতে চায়? একেবারে, একলা হয়ে বেঁচে থাকা সম্ভব? সুখী হওয়া তো দূরের ব্যাপার! তবুও যদি দেখেন, কেউ একলা জীবনযাপন করছে,তবে বুঝতে হবে, সে খুবই অসুখী মানুষ। তার একলা জীবনযাপন, সেচ্ছায় নয়, মজবুরী (compulsion) তে অর্থাৎ কোন এক প্রকার বাধ্যতায়, তাকে একলা থাকতে হচ্ছে। এখানে যে মতামত দেওয়া হল, সাধক ও সাধিকাদের এর মধ্যে ধরা হয় নি। তবে সেখানেও বোধ হয়,নিরবচ্ছিন্ন একাকীত্ব চলে না। ভগবান রামকৃষ্ণ, একসময় মাকে বলেছিলেন, ' মা ' আমায় একটা সঙ্গী জুটিয়ে দে, তা মা রাখালকে জুটিয়ে দিল।' এরপর তো তাঁর সুযোগ্য সহধর্মিণী সকলের মা ' মা সারদা ' নিজেই ভগবান রামকৃষ্ণের সেবায় উপস্থিত হয়ে ছিলেন।


Chayan
chayan524
290 Points

Popular Questions