Answered 3 years ago
প্রশ্ন করা হয়েছে, একা একা কিভাবে ইংরেজি চর্চা করা যায়। চর্চা করার অর্থ হল অনুশীলন করা। অর্থাৎ আপনি ইংরেজি শিখেছেন, এখন আপনি চর্চা করতে চান। অধীত বিদ্যা চর্চার অভাবে ক্ষতিগ্রস্ত হয়। চর্চা ব্যাতিত হয় আপনি সম্পূর্ণ ভুলে যাবেন নয় কিছু পরিমাণে। সেক্ষেত্রে চর্চা চালিয়ে যেতে হবে নিরন্তর। এখন প্রশ্ন হল, একা একা কিভাবে চর্চা করবেন? ইংরেজি ব ই পড়ুন। ইংরেজিতে খবর শুনুন, ইংরেজিতে খেলার ধারাবিবরণী শুনুন। আর নিজের সাথে ইংরেজিতে কথা বলুন। নিজের সাথে এই কথোপকথন সবচেয়ে গুরুত্বপূর্ণ। কথা দিচ্ছি, এই ব্যবস্থাপত্র যদি অনুসরণ করতে পারেন, ফল পাবেন। আমাকে প্রশ্ন করার জন্য অশেষ ধন্যবাদ। ভাল থাকবেন।
Alia Khatun publisher