একাদশ শ্রেণীতে বিজ্ঞান বিভাগের জন্য দিনে কতক্ষন পড়াশোনা করা উচিত?

1 Answers   9.7 K

Answered 2 years ago

যতক্ষন প্রয়োজন, কারন সবার সমান সময় লাগে না সব পড়া পড়তে।

আমার মনে হয় ঘন্টা অনুযায়ী না পরে ,সময় পেলেই পড়া উচিত। ভালো কলেজ(যেখানে নিয়মিত ক্লাস হয় না হলে নিজে সময় অনুযায়ী দায়িত্ব নিয়ে পড়া) হলে নিয়মিত ক্লাস করা এবং ঐ অনুযায়ী সবগুলো অধ্যায় খুব ভালোভাবে শেষ করা উচিত। শেষ করা বলতে বই শেষ করে অধ্যায়ভিত্তিক অন্তত বোর্ডের সবগুলো প্রশ্ন (mcqসহ) সলব করা বা সলব করার চেষ্টা করা(এটা করা একটু কঠিন, না পারলে ঐখানে রেখে পরবর্তী অধ্যায় শুরু করা) এবং এটা সব বিষয়ে । এটা করতে মত সময় লাগে অত সময় পড়তে হবে। আমার পরামর্শ এই সময়ে এডমিশন নিয়ে মাতামাতি না করা ভালো। অনেকে মনে করে কলেজ আর কি এডমিশন ই গুরুত্বপূর্ণ,তাই মূল বই পড়ার আগেই এডমিশনের শর্টকার্ট মুখস্থ শুরু করে তারাই শেষে সবচেয়ে বেশি বিপদে পড়ে।

Surovi Islam
Suroviislam
408 Points

Popular Questions