একদিনে ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা কতবার মিলিত হয়?

1 Answers   8.2 K

Answered 2 years ago

ধরে নিচ্ছি, এখানে এক দিন বলতে ২৪ ঘন্টার কথা বলা হচ্ছে। এবার হিসেবটা করা যাক। ১২ ঘন্টায় ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একসাথে মিলিত হয়, যখন ঘড়িতে ১২:০০, ১:০৫, ২:১০, ৩:১৫, ৪:২০, ৫:২৫, ৬:৩০, ৭:৩৫, ৮:৪০, ৯:৪৫, ১০:৫০, ১১:৫৫ বাজে। অর্থাৎ, ১২ ঘন্টায় মোট ১২ বার ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একসাথে মিলিত হয়। সুতরাং, ২৪ ঘন্টায় ১২×২ বা ২৪ বার ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটা একসাথে মিলিত হয়।
Abu Jahid
abujahid
359 Points

Popular Questions