Answered 3 years ago
ল্যাপটপ যত্নে রাখুন। আর্দ্র (ভিজা নয়) এই রকম গেঞ্জি কাপড়ের রুমাল বা টিসু দিয়ে প্রতি সপ্তাহে হাল্কা হাতে ল্যাপটপের স্ক্রিন ও কীবোর্ড পরিষ্কার করুণ। বাসায় থাকাকালীন ল্যাপটপ কারেন্টেই চালান, ব্যাটারির উপর চাপ কম পড়বে। ভালো মানের (দামী নাও হতে পারে) এ্যান্টি ভাইরাস ইনস্টল করুণ। এ্যান্টি ভাইরাসকে সময়ে সময়ে আপডেট করতে থাকুন, মাসে একবার কি দু'বার এ্যান্টি ভাইরাস দিয়ে স্ক্যান করুণ। চেষ্টা করুণ দাম দিয়ে অরিজিনাল সফ্টওয়্যার কিনতে। সম্ভব না হলে ওপেন সোর্স সফ্টওয়্যার ব্যবহার করুন। হার্ড ডিস্ক বা এস এস ডির ব্যাক আপ নিন মাসে একবার। ডিভিডি বা সিডিতেই এই ব্যাক আপ রাখা ভালো। ক্লাউড বা বহনযোগ্য হার্ড ডিস্ক এর উপর ভরসা না করাই উচিত। আগুন বা প্রাকৃতিক বিপর্যয় থেকে বাঁচাতে অত্যন্ত জরুরী তথ্য একাধিক ক্লাউড এ রেখে দিন। ছ' মাসে একবার হার্ড ডিস্ক বা এস এস ডি ডিফ্র্যাগমেন্ট করে নিন, ভালো চলবে। এর পর, যদি আপনার ল্যাপটপ তিন বছর বা তার বেশি চলতে থাকে, তাহলে বছরে একবার কি দেড় বছরে একবার হার্ড ডিস্ক ফরম্যাট করে দিন। ল্যাপটপ যতটা সম্ভব কম নাড়াচাড়া করুণ (প্রয়োজনের বেশি কখনই নয়), চলন্ত অবস্থাতে কখনই নয়। আর যতটা সম্ভব, ল্যাপটপ তার সঙ্গে রাখবার ব্যাগ বা বাক্সতেই রাখুন, পড়ে গেলে বা হঠাৎ চোট-আঘাত লাগলে এই ব্যাগের বিশেষ নরম প্যাড ল্যাপটপকে রক্ষা করবে।
আমার প্রথম ল্যাপটপ ১৫ বছর ব্যবহার করেছি। ভায়া চিপ্ সেটে সাইরিক্স ৫০০ মেগাহার্তজ প্রোসেসার ও ৫১২ এমবি র্যাম নিয়ে ছিল আমার ল্যাপটপ। তাতে ভিডিয়ো এডিটিং, মাল্টিমিডিয়া সহ সব কাজই করতাম। বয়েস হবার জন্য ল্যাপটপটি বিক্রি করে দিয়েছি (হার্ড ডিস্ক বাদ দিয়ে)।
tasfinkhan publisher